তোমার কি কাঁপে নাই বুক?
যখন আরেক বক্ষে পদচ্ছাপ রেখে;
তুমি কেড়ে নিয়েছো সুখ শোষকের মতন!
তোমার কি করে না ভয়?
যখন আয়নায় নিজেকে দেখো অথচ;
খুঁজে পাও না অস্তিত্ব পরাজিত শ্যাওলার মতন!
চিত্রা,
দৃষ্টি ফিরে তাকাও উজানে, দেখো-
কতো শত আঁধার রাতের বন্দিনী হয়ে আছে ওই হারানো অস্তিত্ব তোমার!
শক্তি যদি থাকে তোমার-
বাড়াও স্রোতের বেগ, কেড়ে নাও সব ক্রোধ-
অভিমান, আর অন্ধকার বাধ্যতামূলক!
আমি মুছে ফেলবো নাম,
ছুড়ে দেবো অস্তিত্ব চোখ বুজে,
আঁধার আলিঙ্গন করে শুধরে নিবো আলো;
গায়ে মেখে যাকে ভালবেসেছিলাম নিত্য!