তোমার যোনির উত্তাপে ঝলসে যাচ্ছে চাঁদ
পরন্ত বিকেলে রোদের নরম পতাকা উড়িয়ে দিচ্ছো শিন্নের মাথায় বেঁধে
প্রগতির ঝান্ডাটি হাতে তোমরা চলেছো
মানুষকে পিছে ফেলে-
ক্ষুধাকে পায়ে দলে
তোমার সকল উপাখ্যান আজ মন্দিরে মসজিদে চর্চিত
তোমার বেঢপ কোমরের বসন্তে বিমোহিত গণতন্ত্র
শিন্নাস্ত্রের তীক্ষ্ণ ফলায় নিপাত যাচ্ছে স্বৈরাচার
আকাশ মুড়ি দিয়ে সঙ্গমরত স্বাধীনতার ফুটপাতি বাপ মা
বাতাসে ভেসে আসে তীব্র শিৎকার
লাল লাল লজ্জা ফুটে ওঠে ফাগুন বনে
আর কোনো নূর হোসেন চোখে দেখে না-
কানে শোনে না
তোমার যোনির উত্তাপে এ দেশ হতে মুছে গেছে শীতার্ত রাত
পশ্চিমে দ্রুতই ছুটছে আধুনিকতার অদৃশ্য রেলগাড়ী
যোনি আর শিন্নের অধিকার নিয়ে ইতিহাসের ওয়েটিং রুমে দাঁড়িয়ে আছো তুমি।