আমি কে?
আমি,ওই যে বিস্তৃত ফসলের মাঠ
কচি সবুজের বুকে হিল্লোল
রূপালি জ্যোৎস্নায় বিবর্ণ বিভ্রাট!
আমি,ছন্দবন্ধ কবিতার মতো দীপ্ত
স্রোতস্বিনীর কণ্ঠে কল-কল্লোল
ব্যথা বারিধি নীলিমায় মিশে নির্লিপ্ত!
আমি কে?
আমি সম্মুখ আমি পশ্চাৎ
দক্ষিণ,উত্তর,দশদিক
স্থীর,উন্মুখ, আমি স্বজাত!
আমি শিব,আমি'ই অশিব তিক্ত অভিশাপ
ভয়,অভয়,আমি নির্ভিক
পাপ আমি,আমি আদি অনাদির পরিতাপ!
আমি কে?
শৃঙ্খল আমি,উদ্ভ্রান্ত আমি বিশৃঙ্খল
পৌরুষ আমি,জৌলুস
রক্তিম আমি,পীতবাস আমি পিঙ্গল!
সন্ন্যাসী আমি,আকণ্ঠ গৃহবাসে করি মন্থন
স্বচ্ছ আমি,কোলুশ্
নির্বাণ আমি,নিষ্পাপ আমি-
সুবাসিত চন্দন!
আমি কে?
ধর্ম আমি,কর্মও আমি,আমিই অধার্মিক
নিয়ত আমি,প্রতি-নিয়ত
বুকে জ্বেলে রাখি সাগ্নিক!
শূন্য আমি,পূর্ণ আমি,শ্রী-নিবাশ্ আমি শ্রেয়সীর
সংযত আমি,অসংযত
সৃষ্টি আমি,সংহার আমি-
সুকোমল সুর বাঁশরির।
আমি কে?
আমি যিশু,চির শিশু প্রাণ,নবী নই আমি কবি
শব্দে ছন্দে খেলা খেলি
কলমে কমল ফুটাতে এসেছি-
রোজ প্রভাতের রবি।