আর কতো লাশ গুণলে
বংশপরম্পরায় শোষণের চাবুক উঠবে না কোনো ফুলটুসির হাতে
ভিনদেশী প্রভুদের ক্ষমতার লিঙ্গ মুখে পুরে
এই দেশটাকে কেউ বানাতে পারবে না খানকি পাড়া
বাপ-ভাতারের খুনের বদলা নিতে
আর কেউ রাজনীতি করবে না?
বন্ধুগণ, যতক্ষণ না এই দেশের সংবিধানে তোমার কথা লেখা হচ্ছে
ইতিহাস পুনরায় লেখা হচ্ছে
রক্ত ঝরতে দাও
জেলখানা ভরে উঠুক হাজারে হাজার
যখন সমস্ত দেশটাই স্বৈরাচারের গুমঘর
মুহুর্তে তোমাকে হাপিস করে দেয় অবৈধ ইশারায়
তখন চুপ থেকে কী করবে?
এতো এতো বাহিনী দিয়ে কী লাভ
যখন তোমার টাকায় কেনা বুলেট তোমার পুটকিতে ভরে দেয়
গরম শিশার বুলেট যখন গরম রক্ত স্পর্শ করে
ঠিক তখনই তো বিগব্যাং
তখনই তো জন্ম নেয় বিপ্লব
বিধাতার নির্মল কলম তখন তোমার ভাগ্য লিখে দেয়
শোনো লেখা হচ্ছে তোমার স্বপ্নের কথা
তাকে বাস্তবে রূপ দাও
দাঁড়িয়ে যাও হাজারে হাজার লক্ষ কোটি ছাত্র জনতা
এই সেই মাহেন্দ্রক্ষণ
একটি নতুন সংবিধান না নিয়ে কেউ ঘরে ফিরো না।