চোখের ভেতর আজন্ম এক ঘোমটাপরা বউ,
কপাট খুলে বাইরে এসে বুকের উপর শোও।
বিশুদ্ধতার অন্ধকারে দেখিনি তার-
ঘোমটা খোলা লজ্জানত মুখ,
আমার যুদ্ধাহত হাত বাড়িয়ে ছুঁইনি তার-
তিলক আঁকা চিবুক।
ছুঁইনি আমি মোমের শরীর-
আমার নষ্ট নখে বিষ,
রাত বাড়লে ঠোঁট বাঁকিয়ে বিরহ বাজায় শিস!
চোখের ভেতর আজন্ম এক স্বচ্ছ জলের জলা,
উচ্ছলিত পা চুবিয়ে জল কর ঘোলা।
ঘোলাজলের প্লাবন এনে ভাসাও যতই বুক
নিরন্তরের ব্যথার দানেও খুঁজে নিব সুখ-
কতো দূরে যাবে মেয়ে-কোন আঘাটার ঘাটা'য়?
আমি তোমায় রাখব ঠিক'ই চোখের আঙ্গিনায়।