তারা রাশিরাশি উঠিয়াছে হাসি,আমার'ই চোখেতে চেয়ে
বাতাসে তুলিয়া সুর পাতার বাঁশি,তন্দ্রা তামস আসে ছেয়ে।
গৃহবাটিকায় নাচে নটিনী শালবিথিকা বিভঙ্গ ভঙ্গিতে
ফেলে নিশ্বাস দূর তটিনী সমুদ্র গহীন তরঙ্গ সংগীতে।
বিরহ বিহুর নেশাতে বিভর রাত্রি এসেছে কত
অহরহ সুর মেশাতে কবর যাত্রী ভুলেছে ক্ষত।
শাশ্বত প্রেম আমি এনেছি,বিনিময়ে শুধু জ্বালা পেয়েছি
দৃশ্যত প্রেম আমি জেনিছি,প্রণয়ে বিধু উজালা ক্ষয়েছি।
ক্ষয়ে যাওয়া চাঁদ'ভালে জমে ওঠে কৃষ্ণপক্ষ নিরব চুম্বনে-
লয়ে যাওয়া করতলে,
ভ্রমে ফোটে ভাগ্য অক্ষ -সরব ক্রন্দনে।
এই বুঝি তুমি এলে!ফুল গুলো ওঠে হাসি!তারা জ্বলে রাশিরাশি-
ওগো তোমার পথ চেয়ে।
এসে বুঝি চলে গেলে!ভুল গুলো প্রকাশিত,তারা ফুল খসে হাসি-
কাহার কবর পর ছেয়ে।
তারা রাশিরাশি উঠিয়াছে হাসি,আমার'ই চোখেতে চেয়ে
বাতাসে তুলিয়া সুর পাতার বাঁশি,তন্দ্রা তামস আসে ছেয়ে।