বিনয় ফিরে এসো
রুক্ষতার মাঠে মাঠে পুড়ে ছাই কচি মুখ
তামাটে মাটির মতো রমণীর গাত্র
ফসল নেই,চাষবাস নেই!
বিনয় ফিরে এসো
বর্ষার মেদুর গন্ধ নিয়ে
চাষ হোক, বাস হোক
কচিমুখে আর রূঢ় বুলি শুনতে ভাল লাগে না
ওরা মা কে মা বলুক
নখদন্তি হিংস্র সিংহশাবক মায়ের গন্ধে তৃণভোজী হয়ে যায়
মা মা গন্ধ মেখে
ওঁরা আর কোনো কিশোরীর ফ্রক না ছিঁড়ুক
কোনো বয়োজ্যেষ্ঠের জামার কলারে হাত না দিক
জন্মদাতার পা ছুঁয়ে ইশকুলে যাক
কোনো প্রবঞ্চক নেতা নয়-
কোনো রাজনৈতিক বদমায়েশকে নয়
একমাত্র পিতার ঔরস্যকে অভিভাবক মানুক।
বিনয় ফিরে এসো
অচলায়তন ভাঙা মানে এই নয়;
কুমারিত্ব, নারীত্ব, পিতৃত্বহীন হয়ে পড়া
অচলায়তন ভেঙে ফেলে
বিনয়,আমরা তো যেতে চেয়েছিলাম মানুষের আরো কাছে
বিনয় ফিরে এসো
তোমাকে ভীষণ রকম দরকার।