আকাশের দেয়ালে পেরেক পুঁতে এক টুকরো রোদের ছবি লাগালাম
পৃথিবীর দক্ষিণ অলিন্দ ঘেঁষে বঙ্গোপসাগর-
জলের উপর রোদ হাসছে!
শাশ্বত ঢেউ এসে আছড়ে পড়ছে উঠানে,
নিত্যকার কোলাহল বাজে নারিকেল পাতায়-

ঝিনুকের মতো হেঁটে যায় কবিতার কিশোরী'রা,
বালিয়াড়িতে মুছে যায় পরিচিত পদাঙ্ক!
দেয়ালে ঝুলছে একাবিংশের রক্তিম ক্যালেন্ডার-
এইখানে আমার নিজস্ব কোন দিন নেই।
বিভা,ভাল আছ?
তোমার শহরে মেঘেদের মিছিল আসে,
আমি কবিতার জন্য উৎসর্গ হই।
এ পাড়ায় আমি মদ্যপ,প্রতিনিয়ত কড়ানাড়ি এ ঘরে ও ঘরে-
ভুলভাল দুয়ারে।
একাবিংশের ক্যালেন্ডারে কৃষ্ণচূড়া ফুটে ওঠে!
বাইশে এপ্রিল তোমার জন্মদিন-
আড়ম্বর উদযাপন,ইন্দ্রিরা রোড থেকে সমস্ত শহরের অলিতে গলিতে-
দেয়ালে দেয়ালে এক টুকরো রোদের ছবি হাসে।