কণ্ঠে জমা হইতাছে গুমোট কান্দন,ওঠে নাই কলরব
ভাইবেন না আপনাগো বদমায়েশি মাইনা নিছি সব
গ্রামে গঞ্জে তুফানের আলামত,আর কদ্দিন দেখাইবেন ডর?
আগুন লাগছে পেটে,আঁচলে বান্ধা আপনার লস্কর তস্কর।
বন্দুকী পাহারায় আর কদ্দিন লুটবেন ধানের গোলা
ভাইবেন না আমরা কৃষকের পোলা আলাভোলা-
বুঝি না আপনাগো রাজনীতির চাল;
উন্নয়নের কুমির পালেন, জায়গা বেজায়গায় কাটেন খাল।
গলায় ছুরি চালায়া করেন গণতন্ত্রের মহরত
গরীবের রক্ত চোষেন -যেন মনে হয় শরবত।
আর যারা আগুন খেয়েছে, তারা কী অঙ্গার হাগে নাই
ভিনদেশী আব্বাগো পরিনতি মনে নাই?
আশেপাশে যাঁদের দেখেন, ইন্দুরের পাল যাবে তো গর্তে সান্ধাই
দেশগেরামের হাওয়া কিন্তু ভালো না,বলি -সাবধান
অহনো ভোতা হয় নাই আমাগো ধানকাটা কাস্তেখান
খচখচাইয়া ফসলের গোড়া কাইটা যে সুখ
আগাছার শেকড় উপড়াইতে সে কাস্তে উন্মুখ-
আপনাগো গলায় চালাইতেও কইলাম কাঁপবো না হাত
মশকরা করেন মিয়া আমাগোরে ক্ষুধা নিয়া-
যখন গায়ে নাই জামা, পেটে নাই ভাত।
সবই দেখতাছি,কারা করতাছে ভুজুংভাজুং দিনের বেলায়
রাত হইলে কে কোন ভবনে যায়-
কে ঢালে মদ কার পেয়ালায়!
লাল দালাল আর ল্যাঙট পরা আপামণিরা সাবধান
আকাশ কুসুম প্যাচাল থামান।
আমাগোরে বউঝি'রা কোমর বাইন্ধা হাল চষে,ইট ভাঙে,কলে খাটে
রোদে পুইড়া তবুও জঠরে ধরে ফসলের সম্ভাবনা
আপনাগো মতো সুদক্ষ ঠোঁটে রাজনীতির লিঙ্গ চোষে না।