শিশিরস্নানে সিঁদুর মুছে প্রিয়ার মতন সন্ধ্যা আসে
আঁচল ভরা শিউলি নিয়ে আমার চলার পথের পাশে
গায়ে চাপা হীম কুহেলির বিষণ্ণতার চাদর
সন্ধ্যা কেমন লীন হয়ে যায় জামার ভেতর-
নখ গজিয়ে খামচে ধরে চুপ কথাদের শ্লোক,
রাতের চোখে নিবন্ধিত সন্ধ্যা বেলার শোক।
দীর্ঘ শীতের রাত্রি আমার বুকপকেটে জমা,
শীতার্ত প্রেম,রক্ত জমাট,আকাশ ভরা ক্ষমা।