শীতে কাঁপছে বাংলাদেশ!
চলছে বিরাজমান শৈত্যপ্রবাহ,
ঘরে বসে নেই তবু দিন মজুর
যোগাতে হবেই যে তাকে অন্ন,
যাদের কাছে নেই কোন শীতবস্ত্র
তারা সকলে শীতের কাছে পরাস্ত!
তাদের করবার কিছু নেই!
যাদের কাছে সবকিছুই আছে
যদি বিলিয়ে দেয় কিছু দরিদ্র মাঝে,
তাহলে অসহায় কিছু লোক বাঁচে।
আজি দিগন্ত রয়েছে শীতল,
কুয়াশার চাদরে ঢাকা পরেছে সূর্য
খুলে ফেলবেঃ কী সে?
মুখমণ্ডল হতে লজ্জার নেকাব,
ছড়িয়ে পড়বে কী সে আলো
সরাতে হিমশীতল হাওয়ার প্রভাব!!