কবি চেয়ে আছে,
আকাশের পানে ঐ দূর নীলিমায়
যেখানে সূর্য উদয় ও সূর্যাস্ত হয়
আর কবি ভাবছে......
কী করে ঐ আকাশে ওঠে
নিত্য সকালে রবি,
সোনালী আলোর প্রভায় ছড়ায়
প্রকৃতি বাঁচার সবই!
কী করে ঐ অসীমে ভাসে
মেঘের সৃষ্ট ভেলা,
ছুটে চলে সারাটা ক্ষণ
নেই যে কোনো হেলা!
কী করে ঐ গগন তলে
রক্তিম সূর্য অস্ত গেলে,
চন্দ্রকরের আবির্ভাবে
জোছনা করে খেলা,
কী কারণে রোজ দিবা নিশি
আলো আঁধারের মেলা,
বাঁকা রংধনু রঙেতে দেখায়
পৃথিবী রূপ লীলাখেলা!
অসীম দিগন্তের রূপ দেখিয়া কবি
ভাবে শুধু মনে মনে,
কত সুন্দর করিয়া দুনিয়া
বানিয়েছেন খোদা মহানে।