প্রিয় কবি মাহবুবুর,
আপন হাতে রচনা করেছিলে
লাল অচিনপুর!
তুমি যে মা ও মাটির সন্তান
সাহিত্য তোমার আপন প্রাণ,
দশ বছরের কারা বরণে ও
হতে দাওনি ম্লান!
তুমি ছিলে সাহিত্যের অনুরাগী
দুঃখ গুলো রেখেছিলে বুকে,
করেছিলে কবিতাকে সাথী।
জীবন যতকাল করেছিলে বিচরণ
এই পৃথিবীর ইতিহাসে,
সাহিত্যের মাঝে নিবেদিত ছিলে
সকল শ্রোতা কবিদের কাছে।
জীবনে নায়ের মাঝি তুমি
যে ঘাটে আজ ভেড়ালে তরী,
সকলকে একদিন যেতেই হবে
শুধু কিছুকাল আগে আর দেরি।
তুমি ছিলে মোর কবিতার গুরু
তোমার প্রয়াণে বাঁধ মানে না অশ্রু
তবুও তোমাকে জানাই বিদায়
আল্লাহ যেন ভূষিত করেন,
তোমাকে সুমহান মর্যাদায়।