ওগো প্রিয়া,
মোর ঘুম ভাঙ্গানিয়া
কেন দেখা নেই তোর!
তোর কথা ভাবতে ভাবতে
রাত গড়িয়ে ভোর।

ওহে প্রিয়া,
স্বপনে মোরে ডাক দিয়া
ঘুম কাড়িয়া নিয়া,
কোথায় গেলে চলিয়া
আমারে না বলিয়া!

এসো প্রিয়া,
স্বপ্নে না-হয় ভূমিতে হাঁটিয়া
দূর হতে দেখবো তোমাকে,
সুখের উল্লাসে মাতিয়া
তবুও এসো প্রিয়া।

মোর ইপ্তিপ্রিয়া,
ভুবন ভোলানিয়া
তুমি যেদিন আসবে সেদিন,
কেটে যাবে ঘোর
তুমি হবে শুধু একান্ত মোর।
তুমি হবে শুধু একান্ত মোর।