একটি কবিতা লিখতে গিয়ে
পাইনি কাগজ খুঁজে!
মনকে আমি কাগজ বানিয়ে
নিয়েছি খাতার ভাঁজে।
কবিতাটি লিখতে গিয়ে
পাইনি কোথাও কলম!
রক্ত শিরা র লোহিত প্রবাহে
সাজিয়ে লিখেছি চরণ।
একটি কবিতা লিখবো বলে
অধীর আগ্রহে শান্ত দিলে,
পদ্য কবিতার অন্ত মিলে
বিশ্ব ছন্দের আবর্তন;
পূর্ণ করতে হবে চরণ
তোমাকে দেখার বিবরণ,
ভালোবাসার বিবর্তন
রইবে তার শত কারণ।
ভালোবাসে তোমাকে আমি
দিয়েছি হৃদয় কতখানি,
হয়তো বুঝেও সাড়া দাওনি
কী কারণে যে অভিমানী?
মন থেকে আলাদা তুমি
করতে পারো-পারিনা আমি ;
কল্পলোকের বিশালতায়
রইবে তুমি সজীবতার,
তোমাকে আমি ভাবি যতো
মন হয়ে যায় ক্ষত-বিক্ষত!
হয়তো তুমি রবে নীরব,
তোমায় নিয়ে মোর কলরব
শেষ হবেনা কোনদিনই।
বুঝবে যেদিন আমায় তুমি
বেসেছি ভালো কতখানি,
চোখ দিয়ে গড়িয়ে পানি
ভেজাবে তোমার হৃদয় খানি।
সেদিন হয়তো খুঁজবে তুমি
পাবেনা পাশে আমাকে জানি!
হয়তো আমি চিরতরে
পৃথিবীর মায়া ত্যাগ করে,
পাড়ি জমাবো পড় পাড়ে!!
আমার অপূর্ণ কবিতা পড়ে
ভুলে যেয়ো মোরে করুণা করে।