ঐ দেখো ঐ নদী
চলে এঁকেবেঁকে,
পালতোলা খেয়া
ভাসে তার বুকে।
মাঝি'মাল্লা গায় গান
ভাটিয়ালি সুরে,
দূর হতে কণ্ঠ তার
ভেসে আসে দূরে।
নদী পারে জাল দিয়ে
জেলে ধরে মাছ,
গরু দিয়ে মঈ টেনে
চাষী করে চাষ।
রাখাল বাজায় বাঁশি
মন কাড়া সুরে,
সুশীতল তরুতলে
মুক্ত বিহঙ্গ উড়ে।
ফুলের গন্ধে ভাসি
মৌমাছি হাসি হাসি,
ঢলে পড়ে ফুলে
নদীর কূলে কূলে।