জন্ম নিলে ই মরিতে হয়
এ থেকে বাঁচার নেই উপায়!
মরছে নর মরছে নারী
ছিন্ন করে ঘর বাড়ী,
আপনজন আন্তীয় ছাড়ি
হচ্ছে সবাই কবর স্থায়ী।
যাওয়া আসার এ ক্ষুদ্র সময়
পাপ পূন্যের পরিক্রমায়,
কে কতটা সওয়াব জমায়
দিতে হবে হিসেব তারি।
যার পাল্লা হবে ভারী,
বেহেস্তে তারে দিবে ভরি!
সুখ শান্তির অসীম ধারায়
ভাসিয়া থাকিবে আজীবন,
এ জীবনের নেইকো শেষ,
হবে না তাদের আর মরন।
পাপের সাথে জড়িত যারা,
দোজখে বসত করিবে তারা
ভালো মন্দের নেই বিচার,
নরকে জীবন কাটবে তার
এক বিন্দু ও পাবেনা ছাড়!
মৃত্যু ছাড়া মুক্তির কোন পথ নেই
আমরা সে পথেই হেটে চলেছি,
জানিনা আর কতটা পথ বাকী!
মৃত্যু কে কেউ দিতে পারেনি ফাঁকি।