আগেই ছিলো ভালো
অন্ধকারে জোনাকি পোকা
নিভে নিভে জ্বলত,
সন্ধ্যা হলে তারাগুলো
রাতের কথা বলতো।
সূর্য মামা অস্ত গেলে
চন্দ্র দিতো আলো,
আগেই ছিলো ভালো।
গরুর গাড়ি সারি সারি
মেঠো পথে চলতো,
রাখালের বাঁশির সুর
কতকিছুই না বলতো!
ডিঙ্গি নৌকা চলতো ছুটে
নদীর স্রোতে ভেসে,
আগেই ছিলো ভালো মোদের
সোনার বাংলাদেশে।