শুরু হয়েছিল যে আমার সাল
বৈশাখ না যেতেই শুরু হল আমার বর্ষাকাল।
লকডাউন হল শহর
কাজের দিকে তাকিয়ে রইলাম গুনলাম কত প্রহর।

আমার চিন্তায় ছিল দুই হাজার বিশ
ভাবি-নি তার বদলে পাব করোনা নামক বিষ।
আজ কাঁদছে কত মানুষ,
বিষের ছোবলে অহংকারী দেহ হচ্ছে যে ঠুস(মৃত্যু)।

আমি তাকিয়ে ছিলাম বাবা'র দিকে
ত্রাণ'তো নিতে পারে নি মধ্যবিত্তের দলে থেকে।
নিজ বাসায় বন্ধুরা রান্না করছে শখের বসে খাবার
শখ তো ভাই নেই আজ,প্রয়োজন এক বেলা আহার।

একের পর এক অভাব ধরল আমায় জোরে
বাসার মালিক হুমকি দিল ভাড়া পায় না বলে।
শেষ সম্বল টিউশনিটুুকু হারালাম
জীবন ও জীবিকা'র রাস্তায় আজ খিল লাগালাম।

তবে কি পৃথিবীতে শুরু হল হাশরের ময়দান
বেড়ে যাচ্ছে অসুস্থ ও মৃত্যুর ব্যবধান।
ব্যস্ত শহর,জন্মের পর দেখি নি কখনও ফাঁকা
আগতদিনে কি হবে, কপালেই কিবা আছে লেখা।