মৃত্যুসজ্জায় আরোগ্যশালার একটি কক্ষে সহিত
পৃথিবী'র কোনো পিছুটানে নই তো আজ আহিত।
জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে রেখে যাব কত শত স্মৃতি
ক্যান্সারটা যে আজ ভালবেসে করেছে আমার দেহে বিস্তৃতি।
পরিবারের পরিচিত মুখে রবে বেদনার বিদায়
মৃত্যু যে আমায় দিবে ছুটি, করবে সে আজ আমায় আদায়।
অজস্র স্বপ্ন ফেলে ধরা দিলাম ক্যান্সারের-ই কাছে
শেষবেলায় কেন অজানা কুটুম্বরাও রয়েছে যে আমার পাশে?
ক্যান্সারের রাতগুলোতে নিদ্রাহীনতা করেছে আমাকে জয়
আজ আমি খুশি মা'গো তোমার আগেই করছি মৃত্যু'র কাছে পরাজয়।
বেঁচে থাকতে নিন্দুকের ভারে হল না যে কিছুই
শেষক্ষনে মিথ্যার ছলনায় ভালবাসার মানুষটাও মিছু।
সাদা-সিধে জীবনে দুনিয়ার মোহে
অর্থের কষ্ট বুকের মাঝে সয়ে
তবুও দেয়-নি বিসর্জন সততা'র হয়ে।
নিস্তেজ শরীর ঢলে গেছে মরণব্যধি এই রোগের কোলে
হৃদয়ের কম্পন বন্ধ হলেই রুপকথার তারা হয়ে যাব চলে।।