অন্ধ আদালত অন্ধ বিচার
আইন নাকি সমান সবার!!!
কই গেল সেই সমান আইন
ভিআইপি গাড়ি উল্টো গেলে করলো না যে ফাইন।
উকিল করে ওকালতি, দেয় ন্যায়বিচার
তবে কেন ভাই খুনিকে বাঁচাতে শত মিথ্যাচার।
মামলা হয়, মামলা চলে,মামলা যায় কেঁচে
তারিখের পর তারিখ হয়, হয় না অপরাধী'র বিচার শেষে।
বাড়ছে জনগন,বাড়ছে অপরাধ
আদালত আজ অন্ধ বলে, অপরাধী হচ্ছে নিরাপরাধ।
চাই প্রমান,চাই সাক্ষী,চাই যে কত শত সই
সংবিধানটাও আজ হয়ে গেছে রূপকথা'র বই।
ক্ষমতা দেখায়,ক্ষমতা শোনায়,ক্ষমতায় আছে বল
আমজনতার দুঃখ যে আজ ক্ষমতার ভিড়ে অচল।
ক্ষমতার অপব্যবহার দিচ্ছে বিচারকের চোখ বেঁধে
সাজাটাও আজ হচ্ছে অন্ধ দাঁড়িপাল্লা সেঁজে।