শুরুটা হয়েছিল কোন এক অজানা পথ চেয়ে
চেনা জানা এক শহরে।
তাই-তো আমার বড্ড ভয় হয়,
যদি আবারো হারিয়ে যাও সেই অজানায়।
আমার বড্ড ভয় হয়,
তোমাকে নিয়ে!
রঙ-বে রঙের দুনিয়ায় খুঁজে পেয়েছি যে তোমায়,
কত না তীব্র প্রতিক্ষায়!
বর্ষায় পদ্মার কূলে যেন বেঁধেছে তরী,
তাই-তো প্রতিদিন তরী এসে বলছে কথা পদ্মার কূলে।
বর্ষা এলো বর্ষা গেলো তরী এলো কূলে।
আমার বড্ড ভয় হয়
তোমাকে নিয়ে...!
মনে কী পরে?সেই শরৎ-এর কথা
হারিয়ে গেছ তুমি,
বাতাসে ভেঁছে সাদা কাঁশফুলের বেঁছে,
তাই-তো আমার আজও বড্ড ভয় হয়,
নদী শুধু তোমাকে নিয়ে!