তোমার ঐ নিস্তব্ধ চুপচাপ শহরের পথের পথিক হতে চাই আমি ,
যদি অনুমতি পাই
গ্রীষ্মের প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত অবস্থায় দেখতে চাই আমি,
এক গ্লাস শরবত হাতে দাঁড়িয়ে রয়েছ তুমি।
কোন একদিন ঝুম বৃষ্টিতে হাতে হাত রেখে ভিজতে চাই দু'জনে মিলে
নীল আকাশের রংধনুর সাতটি রংয়ের লাল নীল বেগুনি রঙে রাঙাতে চাই আমি।
শরৎ এর কাশফুলে আঁকাবাঁকা নদী বয়ে হারিয়ে যেতে চাই দু'জনে।
তোমায় পেতে চাই
হেমন্তের গন্ধরাজ শিউলি ও কামিনী ফুলের সৌরভে ,নবান্ন উৎসবে
শীতের ঐ হিমেল হাওয়ায় কুয়াশাচ্ছন্ন দিনে
ঋতুরাজ বসন্তের কোকিলের কন্ঠে হাজারো ফুলের সৌরভে ,
সমস্ত বাধা-বিপত্তি উপেক্ষা করে
তোমাকে পেতে চাই অন্তত কাল ধরে।