বন্যা আসে
---------------
রেজাউল করিম রোমেল
----------------------------------
বন্যা আসে বার বার আসে
আমাদের এই বাংলাদেশে।
কখনো মানুষ সৃষ্ট,
আবার কখনো প্রকৃতির নিয়মেই।
এসেছিল উনিশ'শ চুয়ান্ন আটষট্টি
চুয়াত্তর সাতাশি আটাশি আটানব্বই
দুই হাজার চার সালে ভয়াবহতম।
লক্ষ লক্ষ মানুষ হারালো প্রাণ,
ক্ষতিগ্রস্ত হল হাজার কোটি টাকার সম্পদ,
ধ্বংস হলো লাখ লাখ হেক্টর জমির ফসল,
লাখ গবাদী পশু মারা পড়ল এ বন্যায়।
তবুও মানুষ সে ধ্বংসস্তুপের উপর
আবারও ঘর বাঁধে,স্বপ্ন দ্যাখে।
কৃষক জমিতে চাষ দেয়, ফসল ফলায়।
জীবন সংগ্রামে হেঁটে চলে
নতুন কোরে বাঁচার আশায়।
বন্যা আসে বার বার আসে
আমাদের এই বাংলাদেশে।
কখনো মানুষ সৃষ্ট,
আবার কখনো প্রকৃতির নিয়মেই।

----------------------------------------------------------
রেজাউল করিম রোমেল।
চাঁচড়া, রায়পাড়া, ইসমাইল কলোনি,
যশোর, বাংলাদেশ।
মোবাইল -০১৭৬০-৮১৩৪৮৪।