দীর্ঘ সীমান্ত ছাপিয়ে আজ
তোমার আমার, আমাদের হৃদয়ে কাঁটাতারের বেড়া।
আঘাতে আঘাতে ক্ষত-বিক্ষত,
রক্তাক্ত করে দেহের হৃদপিন্ড।
হাহাকার করে,আহাজারী-বিলাপ করে চলে শতক থেকে শতকে।
তোমার আমার হৃদয়ে বিধে থাকে ধর্মের কাঁটাতার,
কি আশ্চর্য !
তবুও আমাদের বসবাস একত্রে?
প্রতিবেশী রূপে,আত্নীয় রূপে,স্বজন রূপে,
কি মধুর বন্ধনে প্রকৃতি বেধে রেখেছে আমাদের।
তবুও রক্তাক্ত করে ধর্মের কাঁটাতার!
রক্তে রক্তে রঞ্জিত হয় কাঁটাতারের বেড়া,
চুইয়ে চুইয়ে, গড়িয়ে গড়িয়ে রাঙ্গিয়ে দেয় লাল সবুজের হৃদয়।
রক্তাক্ত দেহে ঝুলে থাকে জিতন বালার
আহাজারি,
ঠিক ফেলানীর মতো।
বিচারহীনতায় ফুঁসে ওঠে দেশ,দেশের সমাজ,
তবুও হৃদয়ে বিধে থাকে -
ধর্মের কাঁটাতার।