রক্তাক্ত স্বদেশ,
খণ্ডিত মানচিত্র-
শত শত কিশোরীর ধিক্কার,
হাজার ও নারীর আর্তনাদ।
বিভক্ত রাষ্ট্র ,বিভক্ত রাজনীতির ফসল ;
শকুনের লালসা,
হায়েনার জিহ্বায় নিঃসৃত লালা ।
ভ্রষ্ট নীতির চিত্র -প্রেক্ষাপট,
কাঠমোল্লাদের শীর্ণের জল !
আমাদের নাকের ক্ষত ;
তুমি আর কেউ না !
তুমি আমার বোন
আধো আধো কথা বলা এক আদরের বোন।
রক্ত নেশায় হায়েনা মত্ত
শুকুর নারীর গন্ধে;
শকুন পেয়েছে মাংসের স্বাদ ,
হাটে-মাঠে-পথে-প্রান্তরে।
শকুনের আঁচড়ে আঁচড়ে
ক্ষত-বিক্ষত রাষ্ট্রের প্রতীক;
তুমি আর কেউ না ,
তুমিই বাংলাদেশ !