-- এম এম মেহেরুল
আসুন চিন্তাকে হত্যা করি
বুদ্ধি বিবেক বিকিয়ে দেই শূণ্য ,
যে শূণ্যর কোন অস্বিত্ব নেই ।
অন্ধ বিশ্বাস আর কু-সংস্কারে জরাজীর্ণতায় আষ্টে-পৃষ্টে
সে শূন্যতার বসবাস !
উন্মাদ হই ,ধার্মিক হই,সুন্নাত করি,
আর সত্তরটা হুরী পাবার আশায় -
হত্যা করি শত শত চিন্তাকে,বুদ্ধিকে,বিবেক কে।
ব্যাবস্যা করি,ভন্ডামী করি,সাপ্তাহিক ধার্মিক হই-
বিনাশ্রমে উদর ভরি ,
ভুঁড়ি ফুলিয়ে ধর্মের খুটি ধরে বসে থাকি।
যে খুটি মানুষের গড়া ইট-পাথরের খুটির
চাইতেও নড়বড়ে !
সামান্য দখিনা বাতাসে ভেঙ্গে পড়ে ধার্মিকের গায়ে ।
ধার্মিক হই !
ধর্ম কি বুঝি বা না বুঝি -
হলি খেলি রক্তের,
আঘাত করি শীর্ণে ।
মানুষের রক্তে স্নান করে,
মক্কায় যাই পাপ মোচনে ।
ধর্মের তৈল মর্দনে ফুলে-ফেপে বড় করি গোপনাঙ্গ ?
জন্ম দেই শতশত ভন্ড, অসাধু ধার্মিকের ।
লম্বা লম্বা টুপি পড়ি,২০ গজ কাপড়ে ঢাকি-
ফুলে-ফেপে বড় হওয়া গোপনাঙ্গ ।
ঘরে ঘরে ধার্মিক পয়দা করি ,
ধর্মের খুটি ধরে বসে থাকি ।
যে খুটির নিজে টিকে থাকার সামান্য ক্ষমতাও নাই ,
সামান্য বাতাসেই হেলে পড়ে ধার্মিকের গায়ে !
ধর্মের দোহাইয়ে প্রশ্রয় দেই শতশত অন্যায়ের
সিরিয়া বানাই,আফগানিস্তান বানাই আমার প্রিয় বাংলাদেশ কে ।