তুমি বন্ধু আমার, তোমরা সবাই বন্ধু আমার
সুসময়ে নয়, দুঃসময়ে দিয়ে ছিলে পরিচয়।
জীবন সেতো বন্ধুর প্রভাবে প্রভাবিত -
" সঙ্গ দোষে লোহা ভাসে, সৎ সঙ্গে সবাই হাসে"
পবিত্র বন্ধুর আলোয় জীবন হবে মুখরিত।
খঠিন ও দুঃসময়ে তোমাদের হাত আমার পরম চাওয়া, পেয়ে আমি ধন্য এ ছিল আমার পরম পাওয়া।
যদিও নিজেকে করেছিলাম একাকিত্ব বোধ,
অন্ধকার, অমাবস্যা, ঢাকা পরা কালো ছায়া
ঝড়-বৃষ্টি, ভারী হাওয়া সব ঠেলে এনেছিলে রৌদ।
কখনও পারিব কি আমি দিতে তোমাদের প্রতিদান
প্রয়োজনে, সবার জীবন বাজিতে মুখ কখনও হবে না ম্লান।
এতো ভঙ্কুর নয়, এতো সত্য, অবিস্বরণীয়
বন্ধুর তরে সাহায্য সবার এটাই হলো করণীয়।