পৃথিবীতে সত্য আর
বাস্তব এর চেয়ে কিছু নেই।
মিথ্যা অলিক, বারুদের গোলার মতন।
দাউ দাউ করে জ্বলে
একটু পরে নিমিশেই শেষ।
কিন্তু
সত্য জোনাকির আলো
মিটি মিটি জ্বলে
যায় নিবে, উঠে জ্বলে
তবু থাকে চিরকাল।
মানুষ বাঁচার জন্য
মিথ্যা বলে,
শুধু মিথ্যাই কি
বাঁচার একমাত্র পথ?
নাকি মিথ্যা
মানুষের অভ্যাস?
নাকি মিথ্যা
মানুষের দাস?
তবে সত্য কি?
সত্য সেতো
চিরন্তন সত্য
যা সত্য, যা প্রমাণিত।
যার ত্রুটি নেই
যা নির্ভেজাল।