সাদা ফ্যাকাশে রং-
হে আকাশ হয়েছে তোমার কি?
তুমি কি অভিমান করেছ?
অভিমানী মেয়ের মতো নিশ্চুপে বসে কাঁদো;
তোমার কান্নার কি শেষ নেই?
তুমি কি অনেক আঘাত পেয়েছ??
দুঃখ করোনা, তোমার সামান্য অভিমান
এ ধরায় এনে দিয়েছে শান্তির সংবাদ।
ভূমির সকল নোংরা বস্তু ধুঁয়ে হয়েছে ছাপ-
গাছ পেয়েছে তার চির চেনা সবুজ রং।
ছোট তৃণলতা তোমার এ দয়ায় অভিভূত
ঝিরি বাতাসে তোমায় জানায় শুভেচ্ছা।
কিছু পানি জমে থাকা পুকুরে-
তোমার ঐ অশ্রু ফোটায় ধন্য;
যেন তাদের সুর করে গান শুনানো হচ্ছে।
তোমার এ চরিত্র দেখে মানুষ শিখুক।
নিজের ব্যথায় অন্যের যদি হয় উপকার
তবে ব্যথা পেতে দোষ কি?
ব্যথায় পুরেও যদি হয় এ হৃদয় ছারখার।।