আমি গাঁয়ের ছেলে
মেঠো পথে চলি
নানা রকম করি খেলা।
দু' চক্ররে ডানে গিয়ে
উল্টো আবার বামে ঘুরি,
দক্ষিণ দিক দিয়ে
আমার ছোট্ বাড়ি ফিরি।
পশ্চাৎদে ফেলে রাখি
অতীতের হাসি-কান্না,
নতুন পানির জোয়ার এসেছে
করে চলেছে বন্যা।
মায়ের বক্ষের ধূলো বালি দিয়ে
অঙ্গে আমার জড়াই- সোনার লংকার।
আলোর হাসি হাতে নিয়ে
গরব মোদের সংসার।
দিঘীর পাড়ে, গাছের আড়ে
দুপুর রোদের তাপের ভারে;
চক্ষু বেঁদে মোরা খেলি
কানামাছি ঘুরে ঘুরে।
মায়ার জালে ছেয়ে আছি
ভালবাসার নৌকা নিয়ে
পাল উড়ায়ে ঢেউয়ে ঢেউয়ে
গাইছি জারি গলা ছেড়ে।