একটি বাড়ির একটি ঘর
কেউ কারও হয়না যে পর।
বাড়ির পাশে সারি সারি
আম - কাঁঠালের বাগান বাড়ি।
কাঁঠাল গাছে পাখির বাসা
ঘরের ভিতর অনেক আসা;
একটি পাখির দু'টি ডানা
তারই ভিতর তিনটি ছানা।
বুকের ভিতর আগলে রাখে
ঝড়, বৃষ্টি আর তুফান রাতে;
নিজের পিঠে বৃষ্টি পড়ে
তিনটি ছানা কাঁপে ঢরে।
আস্তে আস্তে বড় করে
সবাই চলে নিজের তরে।
একটি বাড়ির একটি ঘরে
একটি পাখি কেঁদে মরে।
আশায় থাকে পাবে বলে-
মরে গেল তাদের তরে।
একটি বাড়ির একটি ঘরে
চলে গেছে সবাই দূরে।