আমার ছড়া
এম ইব্রাহীম মিজি

আমার ছড়া নয় তো মিঠে একটু তেতো ঝাল
এই ছড়াটি পড়তে গিয়ে কেউ মেরো না ফাল।

আমার ছড়া নয়তো সোজা একটুখানি কড়া
প্রতিবাদের মশলা দিয়ে এই ছড়াটি গড়া।

আমার ছড়া হানে আঘাত অত্যাচারির বুকে
কিংবা কারো রক্ত ঝরায় সমরে সম্মুখে।

আমার ছড়া ভীষণ কড়া প্রতিবাদের বর্ম
মজলুমেরই বুকে আমি মানবতার ধর্ম।

আমার ছড়া লাল সবুজের রক্ত মাখা রঙে
শব্দ শেলের হানছে আঘাত মৃদু হাসির ঢঙে।

আমার ছড়া দেশ জনতার কাব্য কবির গানে
ডাক দিয়ে যায় আলোর পথে শান্তি সুখের টানে।

আমার ছড়ায় ভাঙ্গা গড়ায় খেলে নতুন খেলা
বুকের ভেতর জমাটবাধা অনুরাগের মেলা।

আমার ছড়া নীড়হারাদের নীড়ের খোঁজে ছোটে
নিকোষ কালো অন্ধকারে ফুল হয়ে সে ফোটে।

আমার ছড়া গাও গেরামের গান কবিতার খাতা
হাজার যুগের আবির রাঙা স্নেহের আঁচল পাতা।

আমার ছড়া স্বদেশ প্রেমে বিলিয়ে দেয়া প্রাণ
সোনায় গড়া রূপের মাদল মাটির সোঁদা ঘ্রাণ।

আমার ছড়া আমার গড়া আমার অহংকার
ছন্দ মাত্রা অন্ত্যমিলের কাব্য অলংকার।