বৃষ্টি যেমন আছে
ঝরে পড়ে অঝোরে
আমি তেমন আছি
বৃষ্টি ভেজা সন্ধ্যাতে