সুখ
হাসান মোহাম্মদ রিপন
------------------------------------
দুঃখ ক্লেশের জীবন আমার
নেই যে কোন সুখ
শান্তি সুখের আবাস হবে
এই ভেবেই করি যত সব।
নিজের মতো স্বপ্ন দেখি
নিজের মতো চিন্তা করি
নিজের মতো দেখতে শিখি
নিজের সাথে যুদ্ধ করি
নিজের ভাবনা বেশী ভাবি
নিজের মত দুঃখে কাঁদি।
সুখ হলো সোনার পাথরবাটি
সুখ হলো এক মায়ার বাঁধন
সুখ হলো এক মরিচীকা
সুখ হলো এক মরন নেশা
সুখ হলো অস্তিত্বহীন-
এক স্বপ্ন সাধনা।
হয়তো তুমি মনে কর অন্য খানে সুখ;
এ সব তুমি ভুলে যাও
সুখী হওয়ার মন্ত্র শিখো
চাওয়া পাওয়ার লাগাম টানো।
সুখী হওয়ার চাবি হলো
যা আছে তা নিয়েই থাকো
খুশি মনে জীবন চলো
মেনে নেওয়ার অভ্যাস করো
হিংসা ক্রোধে না জ্বলো
নীলিমার মত বিশাল হও।