নিয়তি
--হাসান মোহাম্মদ রিপন
পকেটে সযতনে রাখা ভাঁজ করা নোট
আলমারীতে টানানো শার্ট -ময়লা হওয়া গেন্জি
ফিকে হওয়া হাওয়াই চপ্পল -অগোছালো বিছানার চাদর
বাক্সে রাখা দরকারী ঔষধ- আধো খাওয়া সিগারেট
চার্জে রাখা প্রিয় মোবাইল-ভারী লেন্সের চশমা
জানালা দিয়ে নিত্য আসা হাসনাহেনার গন্ধ
প্রিয় কিংবা অপ্রিয় সব কিছু তার মত রেখেই
হঠাৎ চলে যাওয়াই তো নিয়তি।
যে মন খানিক আগেও স্বপ্ন দেখেছে
অনাগত জীবনে নতুন কিছু করবে ভেবেছে
অতীতের ভুলগুলো শোধরানোর চিন্তা করেছে
এক নিমিষেই সব মিথ্যা হয়ে যাওয়াই তো নিয়তি।
হয়তো কত না বলা কথা বলার ছিল
হয়তো কারো ভালবাসা না পাওয়ার অভিমান ছিল
হয়তো জীবনের মানে ভিন্নভাবে খোঁজার চেষ্টা ছিল
সব ফেলে রেখে অনন্তে হারিয়ে যাওয়াই নিয়তি।
কথা ছিল রাঙা ভোর আনার
কথা ছিল রথের মেলায় জিলিপি- বাতাসা খাওয়ার
কথা ছিল শিশির ভেজা ঘাসে পা ভেজানোর
কথা ছিল বর্ষার নতুন জলে সাঁতার কাটার
কথা ছিল গ্রামের মেঠোপথে দীর্ঘ হাঁটার
কথা ছিল শীতের রাতে খড়ের আগুনে উঞ্চতা নেওয়ার
কথা ছিল কারনে অকারনে বৃষ্টিতে ভেজার
অপূর্ণতা রেখে বিদায় নেওয়াটাই নিয়তি।
জীবন যেমন সত্য -মৃত্যু তেমনই এক সত্য
হয়তো সাময়িক মোহে বিভোর হই নিত্য।
বেঁচে থাকতে বুঝতে হবে জীবনের অর্থ
না হলে জীবনের মানে হবে ব্যর্থ।
০১/১২/২০২১
চট্টগ্রাম।