বিরহের কাব্য
হাসান মোহাম্মদ রিপন

তুমি যখন আসার ছিলে
আমি তখন চালচুলোহীন
আমার যখন সময় হলো
তুমি তখন অনেক দূরের!
নিজের মত ভাবনা ছিল
অপেক্ষাতে অমত ছিল
হয়তো তোমার দ্বিধা ছিল
ছন্দ-সুরের অমিল ছিল।

তুমি এখন অন্য মানুষ
অন্ধকারে ঝিঁ ঝিঁ পোকা।
তোমার স্বপ্ন আমার স্বপ্ন
হয়তো এখন অন্যপথে।
আঁকছ তুমি স্বপ্ন এখন
স্বচ্ছ কোন দিঘীর জলে।
হয়তো তুমি ব্যস্ত আছ
বাস্তবতার কঠিন রেসে
কিংবা তুমি জড়িয়ে আছ
নতুন নতুন উপভোগে!

তোমার আমার এই নিয়তি
হয়তো বিধির বিধান ছিল।
এখন আমার সময়গুলো
শুষ্ক কোন মরুভূমি।
অতীত কি আজ মনে পড়ে
আবেগঘন সময়গুলো?
ডিঙ্গি নৌকায় ভাসার কথা
নিরুদ্দেশে হারিয়ে যাবার।
ক্ষণে ক্ষণে মনে পড়ে
তোমার আমার কাব্যগুলো।

জীবন থেকে হারিয়ে গেছে
স্বপ্ন দেখার রঙিন ভেলা
খেয়া ঘাটের মাঝির মত
এপাড়-ওপার কাটে বেলা।
আমি এখন মানিয়ে গেছি
মানতে হবে বলেই শুধু?
তুমি যদি ভুলতে পার
আমারটাতে দোষের কিছু?

৩০.১১.২০২১
চট্টগ্রাম।