স্বপ্ন ও বাস্তবতা
হাসান মোহাম্মদ রিপন

জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব আজ বড় সত্য
মিলিয়ে দেখি অপ্রাপ্তির দিকটাই আজ বেশী ভারী।

ফেলে আসা সময়ের দিকে তাকালে বুঝতে পারি
কত কিছুই তো জীবনে পাইনি,
কত রঙিন স্বপ্ন -স্বপ্নই থেকে যায়
আবার কত দুঃস্বপ্নকেও রঙিন করে নিতে হয়।

শ্বাশত জীবনের কত স্বপ্ন
কেমন যেন বিস্বাদ হয়ে যায়,
স্বপ্ন ও বাস্তবতার মাঝে দাঁড়িয়ে কখনও কখনও
নিজেকে বড় অসহায় মনে হয়।

এত কিছুর মাঝেও বেঁচে থাকাই একটা বড় প্রাপ্তি
যদিও যাপিত জীবনে রয়ে যায় নিযুত অতৃপ্তি।

জীবনটাই একটা স্বপ্ন-আর স্বপ্নতো স্বপ্নই,
তাইতো স্বপ্ন দেখি -স্বপ্ন পালি
স্বপ্ন ঙাঙ্গি-স্বপ্ন গড়ি-স্বপ্নের সাথে বাঁচি,
এটাই জীবন-এটাই বাস্তবতা।

২৩.১১.২০২১
চট্টগ্রাম।