কবিতার শক্তি
হাসান মোহাম্মদ রিপন

কবিতা তুমি প্রেমিক হও
অবাধ্য প্রেমে রাঙিয়ে দাও প্রেমিকার হৃদয়।
কবিতা তুমি গান হও
সুরের মূর্ছনায় ভরিয়ে দাও সকল হৃদয়।
কবিতা তুমি বিবেক হও
শুভ বুদ্ধি দিয়ে আলোকিত কর হাজারো মন।
কবিতা তুমি শিল্পী হও
যাপিত জীবনের পরতে পরতে আঁক স্বপ্নের ছোঁয়া।
কবিতা তুমি শাসক হও
মানবিকতার ভেড়াজালে জড়িয়ে রাখ সকলকে।
কবিতা তুমি স্রষ্টা হও
অজস্র সৃষ্টি দিয়ে ভরিয়ে দাও বঞ্চিতদের।
কবিতা তুমি শক্তি হও
অমিত সম্ভাবনা নিয়ে লড়াই কর দুর্বলের হয়ে।
কবিতা তুমি সুচিন্তা হও
মুহুর্তেই শেষ কর দাও সব অসুস্থ ভাবনাকে।
কবিতা তুমি আরাধনা হও
পবিত্র চেতনায় আচ্ছন্ন কর যাপিত জীবন।
কবিতা তুমি প্রদীপ হও
আলোকিত কর দশ দিগন্তের কূপমন্ডূকতা।
কবিতা তুমি বাস্তবতা হও
হৃদয়ের যত রক্তক্ষরণেও তীব্র প্রতিরোধ হও।
কবিতা তুমি সুবাস হও
সুরভিত আবেশে আবিষ্ট কর জগতের সব অসঙ্গতিকে।
কবিতা তুমি কল্পনা হও
সৃষ্টিশীলতায় উন্নত কর মানুষকে।
কবিতা তুমি প্রশংসা হও
অপকটে ভাল বল যত মঙ্গলকে।
কবিতা তুমি সহিষ্ণু হও
নিমিষেই মেনে নাও যত ভিন্ন মতকে।

০৪.১২.২০২১
চট্টগ্রাম।