ভাবনার অন্তমিল
হাসান মোহাম্মদ রিপন
আমি তোমার মতো করে ভাবিনা আর
তুমিও এখন আর ভাবো না আমার মতো
জীবনের আয়োজনে-সময়ের প্রয়োজনে
দুজনেরই ভাবনার আকাশ আজ ভিন্ন;
কারো আকাশে কালো মেঘ - কারও আকাশ মেঘহীন স্বচ্ছ
ভাবনার অন্তমিল খুঁজতে গিয়ে দেখলাম
ব্যবধান যোজন যোজন।
তুমি যে মূল্যবোধ ধারণ করো আমি তা থেকে অনেক দূরে
তোমার লালন করা বিশ্বাস আমার কাছে খুব অচেনা
তুমি যে জীবন যাপন কর তা এখন আর আমার মত নয়
তোমার নিত্যদিনের অভ্যাস হয়তো আমার বিপরীত
তোমার চিরচেনা রাজপথ এখন আমার গলিপথে মেশার কথা নয়
তোমার কষ্টের রঙ এখন হয়তো আমার চেয়ে ভিন্ন
তোমার চলাফেরা কিংবা স্বপ্ন দেখা -সে আমার নয়।
তোমার সাথে আমার নীতি -আদর্শ আর একসুতায় হবে না জানি
তোমার সমস্যা কিংবা সম্ভাবনা বুঝার ক্ষমতাও হয়তো আমার এখন নেই
যেমন আমার সমস্যা কিংবা আনন্দ বোঝার ক্ষমতা তোমার এখন নেই
তোমার নিত্য গন্ডি আজ তোমাকে নতুন করে ভাবায়
আমার গন্ডিও ঠিক একই রকম ভাবনা ভাবায়,
আমাদের ভাবনা আলাদা হোক না তাতে কি
দুজনের ভাবনাটাই জারি থাক সহস্র সম্ভাবনায়!!
তারিখ -১৩/০৭/২০২২
নোয়াখালী।