পথিকের পথ নেই, নৌকার মাঝি নেই এই বঙ্গে ভাই
অথৈ জলে পালহীন তরী মাস্তুলে আলো নেই ।
দোষ- দোষারূপে বুনোট করা আমাদের দেশখানি.
একের অভিযোগ অপরের ঘাড়ে ঠুকরেছে টুনাটুনি
জ্ঞানী -গুনি জ্ঞানের ছাতা মেলেছে অন্ধকারে,
প্রতিবাদী কথা, সত্যের চাঁকা, ক্ষমতার তেলে ঘুরে
এ আকাশে কালো কালো মেঘেরা জেগেছে ওরে,
রাজ্যের সেবক -সেবিকেরা ছুটেছে আদর্শ্ ছেড়ে ।
এই বঙ্গে দলছুট নাগরিকের নেইকো অধিকার,
প্রতীক তার পরিচয় পাবে কি পাবে না সমাদর !
রজনীর পর রজনী গেছে রজনীর নেই শেষ
কত অন্ধার পথে পথে, কত অচেনা বাংলাদেশ !
স্বাধীন দেশে স্বাধীনতার নেইকো অধিকার,
মু্ক্তি যুদ্ধের বিজয় কেতন করছে হাহাকার!
হিংসের পর হিংসে চলে স্বৈর তরী বেয়ে..
সেই তরীতে যাত্রী মারে উত্তাল নদে যেয়ে ।
পথিকের পথ নেই, নৌকার মাঝি নেই এই বঙ্গে ভাই
অথৈ জলে পালহীন তরী মাস্তুলে আলো নেই ।
--------------------------------------------