ওগো খোকা, ওগো খুকী ,সোনামণি মোর
তোমরা আছ আমি আছি তবু আঁধার ঘর !
চাই যে আমি সূর্য্ হয়ে জাগ প্রতি ভোর,
পাইনা খোঁজে তোমায় ওগো থাক নেশার ঘোর !
যুবক তুমি মাদক নেশায় মরণ সাথী হও
ফেনসিডিল, ইয়াবা,হরেক নেশা কোথায় তুমি পাও?
এত বন্ধু ! এত গোপন! নাই বা কথা কও !
শুধু বলি নিও নাকো সুস্থ সবল রও ।
যৌবন যখন এতিম হবে- হাসবে তোমার দুঃখ,
নেশার গ্রাসে হেরে যাবে তোমার জীবন সুখ ।
চাইগো আমি দেখতে তোমায় চাঁদ চুয়ানো মুখ,
জাতি তোমায় জড়িয়ে রবে,সেই তো তোমার সুখ!
ওগো খোকা, ওগো খুকী, শুনেব তুমি গান ?
মাদক নেশা তোমার মরণ, জাতির অপমান।
কোটি প্রাণের কবিতা তুমি, পিতা-মাতার ধন,
চাই না কভু হারায়ে যাও আল্লাহর সেরা দান ।
সবার মাঝে থাকবে সুখে, ভাব না আজি বীর?
তুমিই সেরা , তুমিই আলো, স্বপ্ন দেখি ঢের !
নেশা যেদিন বিদায় নিবে তোমার হতে প্রাণ..
মনে আমার থাকবে নাকো কোন অভিমান ।
---------------------------------------------2-07-2018, ।