কবিতার উৎস তুমি, ঝর্ণা প্রবাহ আমার ।
কাজল চোখের চাহনী থেকে আমার কবিতাকে সাজাবো বলে
প্রাণকে খুলেছি কি এক তুমুল উল্লাসে অবিরাম
তুমি কি তার কিছু বুঝেছো ?

রাঙা ঠোঁটের ফাঁকে শুভ্র দন্ড সারির ঝিলিকে
তোমার মিষ্টি হাসিতে হাসিতে..
শব্দের কি অমূল্য মণি মুক্তা দেখেছি
ছন্দের অপূর্ব্ বিন্যাসে ঘন কালো কেশগুলো উড়ছিল কবিতার লাইনে লাইনে

কবির প্রাণ স্পন্দনে তুমি এক নির্ভিক স্পর্শ্
তোমার বুকে খুঁজেছি আমি আমার কবিতাকে..
তোমার দেহে লেখেছি আমি আমার অমর কবিতা..
আমি তোমাকে ভালবাসি
কবিতার উৎস তুমি, ঝর্ণা প্রবাহ আমার ।
তুমি কি তার কিছু বুঝেছো ?
------------------------------------