মানুষের চরিত্রটা থাকে মানুষের কর্মেরই আড়ালে
মানুষ বুঝে না
সে থাকে বাহ্যিক ঐশ্বর্যে বিভোর
মোহের আয়নাতে দেখে সংসার
আবার পরাজিতও হয়
সূর্যের আলোটায় দেখে না মানবতার আকাশ
খোঁজেনা হৃদয়ের মোহনা আর প্রেষণা তার
বুজেনা আপনার বিজয়
শুধুই ছুটে, শুধুই ছুটে এক মরিচিকার লৌহ শিল্পে
চৌদিকে ঝরাজীর্ণ্ স্তুপে স্তুপে মানুষের অন্তর !
আজ বন্দী হয়ে আছে
লোভ- লালসার কারাগারে
মানুষের চরিত্রটা থাকে মানুষের কর্মেরই আড়ালে
অশুভ রমনীর কাছে গিয়ে
মানুষরূপী চরিত্রটা বারবার হয়েছে কাঙাল
নতজানু করেছে মানুষের মনুষ্যত্ব
মানুষের চরিত্রে লিখেছে কলঙ্কিত কবিতা
মানবতার ইতিহাস আজ পরাজিত !
বুলেটে বুলেটে লেখা হয় রক্তের চিঠি
ইজ্জত লুটে লুটে গড়া হয় প্রণয়ের বাসর ।
চরিত্রের ঐতিহ্য আজ মুছে গেছে মুছে যায়
মানুষ বুঝে না
এক অভিনব কৌশলে মানুষের চরিত্র ছলনার ফাঁদে
ঠিক যেন জাহেলী যুগের প্রতিচ্ছবি !
মানুষের চরিত্রটা থাকে মানুষের কর্মেরই আড়ালে
বুজেনা আপনার বিজয়
মানুষরূপী চরিত্রটা বারবার হয়েছে কাঙাল
আজ বন্দী হয়ে আছে
লোভ- লালসার কারাগারে ।
-------------------------------------------25-6-2018 ।