যুদ্ধের সমর গড়িয়াছে যেবা, আমি মৈত্রীর দিব ডাক,
হৃদয় খুলিয়া উড়িয়া বেড়াই যে করিয়াছে মিথ্যে রাগ ।

আমি খুঁজিয়াছি তারে আমারই প্রেমের মাঝে..
আঁকিয়াছি ছবি  ঐক্যের তুলিতে নব নব সাজে !
হিংসে হিংসে দিব না তাহারে হইতে বৈরাগী..
করুক না সে বদনাম তবু করিয়া নিব ভাগাভাগি।
হিংসে তার তরে জাগি ,তারে করিয়াছে হীনমন্য..
আপনার অজান্তেই
সে মিথ্যেকে শুধরাইয়া সত্যকে করিয়াছে ধন্য ।
সমালোচনার পশ্চাতে যেবা, আমি তারে করিতে চাই সম্মান
সে না বুঝিয়া, আপনার ভুলে আপনাকে করিয়াছে অপমান ।

চায়নি তবু দিয়াগেছে আমায় শক্তির যোগান,
আজ আমি দিব তারে পবিত্র প্রেম আর প্রাণ ।
বিরহের মাঝেও তারে আমি শুনাই হৃদয়ের গান..
খুঁজিয়া বেড়াই যুদ্ধ রণে, যে কিনা মোর বিজয় নিশান !

উত্তাল সমুদ্রে যেবা ভাঙ্গিয়াছে সেতু, আমি তারে দিব তরী,
পার হইব অথৈ জলে যুগল বন্ধনে হাত ধরি ।
যে উদ্দ্যেশে সে আমার বদনাম রটে…
প্রেরণা ভাবিয়া তারে পর করিনা মোটে।
সমালোচক হতে কত কি যে পাই, ভুলকে শুধরাইয়া নেই..
ধন্য আমি ,ধন্য ওগো, সে যে মোর বিজয়ের ঠাঁই ।


হিংসের রাজ্য গড়িয়াছে যেবা, আমি সাম্যের  দিব ডাক,
হৃদয় খুলিয়া উড়িয়া বেড়াই যে করিয়াছে মিথ্যে রাগ ।
--------------------------------------