এক সাফল্যের গল্প ছিল এইখানে,
ছোট ছোট অনুপ্রেরণাগুলি সাহস যোগাত রুগ্ন প্রাণে ।
জ্ঞান কলিদের তরঙ্গে তরঙ্গে সুপ্ত থাকা মনোবল,
এক গল্প রচনাতে সাফল্য করত ঝলমল ঝলমল।
আজ সেই পথ হারায়াছে, এক আলোহীন বুকে
দিশেহারা পথিক কাঁদিয়া কাঁদিয়া আঁধারে মাথা টুকে।
স্বপ্নেরা এই স্বাধীন দেশে আঁচলহীন জননীর তরে,
সীমাহীন মুক্ত গগনে ছুটিছে তো ছুটিছে অন্ধ বিভোরে
কেউ নেই পথ চিনাবে তারে আপন ইচ্ছের অভিসারে
বাংলার এক ঝাঁক ভোরের পাখি উড়িছে আঁধার ঘরে।
কোটি কোটি প্রাণ হইল প্রেমহীন, হিংসের মাটি খুঁড়ি
কৃপণতা যেন জাগিয়া ওঠিল পাষাণ হৃদয় ফুঁড়ি ।
দাও, প্রেরণা দাও, পথহীন পথিকের ভঙ্গুর হাত ধরি,
শহর গ্রামে প্রেরণাহীন পথিক একাকী পথ দৌড়ি।
যদি প্রেরণা পেত আরো দৌড়ে যেত, সাফল্য পেত
আঁধার আচলে ওরাই তোমার আলোকিত সূর্য্ হত ।
কোথায় রয়েছো দরদী প্রাণ, কোথায় দিশারী পাল,
দাও, অনুপ্রেরণা দাও,হৃদয়ে ফেলনা পাষাণের জাল।
------------------------------------------------