এক  অভিমানী দারুন রহস্যময় এই হৃদপিন্ড !
কখন কোন সে  রূপে জেগে ওঠে আপনার দন্ডে
আজও সে  বুঝেনি , আজও সে  বুঝেনি
যেন এক বোবা রমনীর আলিঙ্গনে জগৎকাল..
আচমকা থমকে গেছে তার প্রেমের স্পন্দন !
আজ নিথর ভঙ্গিমা তার
ভালবাসাহীন দেহতরী  লাশের অবয়বে
এক অনন্ত দরিয়ায়  
পঁচে গলে খায় আপনার রক্ত, আপনার দেহ  প্রেম প্রীতি ভালবাসা..
যেন সে আর প্রেমিকের প্রেমিকা নয়
নিখিলের নামী দামী কেউ নয়
কিংবা রাজা বাদশা, ধনি ফকির কেউ নয়
এক অভিমানী দারুন রহস্যময় এই হৃদপিন্ড !
কখন যে জাগে, কখন যে উধাও হয়
এ দেহ তো বুঝে না.. এ নিখিল তো  বুঝে না
তাকালেই মনে হয় বিরান কারবালা
দেহের উম্মাদনা ,ক্ষণিক লোভ আজ পরাজিত এক প্রাণ !
এলোমেলো পরিচর্যাহীন রহস্যময় এই হৃদপিন্ড
অজান্তেই ফাঁকি দেয়…
সে কখনো তোকে শুনে না, তোকে বুঝে না
রহস্যময় এই হৃদপিন্ড তবে কি..
মানুষের কাছে প্রেম চেয়েছিল ?
চেয়েছিল কিছু পরিচর্যা কিংবা আরো কিছু বেশী।
---------------------------