দূর প্রান্তে চাহিয়া আছি
দৃষ্টি বহু দূর।
তার এলোমেলো চুল।
সবুজ গাত্র।
একখানি লাল টিপ।
থাকিয়া থাকিয়া সমীরণ আসিয়া,
ছুঁয়ে যায় বহু দূর।
তাই বুকখানি তার
কাঁপিয়া উঠে থাকিয়া দুরুদুরু।
হটাৎ তাহার,
কম্পিত কন্ঠে হাকিয়া বলে
যাচ্ছো কত দূর?
সাঁঝ এসেছে ক্লান্ত তোমরা
একটুখানি বসো।
সাঁঝের মায়া ত্যাগ করে,
তার এলোমেলো চুলেতে,
হাজারো রঙ্গের প্রজাপতি খেলে,
নানান খেলা যে।
তার সবুজ গাত্রে
আসিয়া বসে নীড় হারা ঐ পাখি।
যার কিচির মিচির সুরেলা কন্ঠ,
হাজার গানে, একটুখানি মাতি।
হটাৎ তাহার...
লাল টিপ খানি
দূরে সরে গিয়ে,
ধূসর হয়ে যায়।
তাই ক্লান্ত পাখি,
প্রজাপতির দল,
নীরব হয়ে রয়।