নগ্ন বিধাত্রী
উত্তম মন্ডল
আমি ধাত্রী, আমি বিধাত্রী ,
আমি রক্ত পিপাসু,
ঐ কালীর হাতের খড়গ।
আমি ঝড়,আমি ঝঞ্ঝার,
আমি ত্রিশূল হাতে দুর্গা।
আমি বস্ত্রহীন ঐ নগ্না,
আমি ভঙ্কিত-বিবস্ত্র
ঐ দেবালয়ের দেবী।
আমি রাতের আঁধারের বাইজি ।
আমি পতিতালয়ের বেশ্যা।
আমি কম্পিত,আমি লুন্ঠিত ,
আমি ক্ষত বিক্ষত চিত্রের
এক টুকরো মাংসপিণ্ড।
আমি আবৃত-অনাবৃত,
আমি হিংস্র হায়নার ভোগ্য।
আমি রাস্তার পাশে পড়ে থাকা
ঐ নগ্ন ধর্ষিতা।