ধন্য আমি বঙ্গে জন্মে
ধন্য আমার জন্ম
পূর্বে তাহার রহিয়াছে ইতিহাস
দেখিয়াছি যে তা সত্য।
দেখিয়াছি আমি রবিন্দ্রকে,
দেখিয়াছি আমি নজরুল,
তাই সুভাষের আদর্শে হয়েছিলাম ব্যাকুল।
শেরেবাংলা, সোহরাওয়ার্দী করিয়াছিলাম গুরু
তাই অগ্নিঝরা বাণী দিয়ে গড়িয়াছিলাম নতুন।
৭ই মার্চ দিয়েছিলাম নব চারটি বার্তা।
পাক্ হতে স্বতন্ত্র মোরা,
আমার সোনার বাংলা।


গড়িয়াছি ইতিহাস রক্ষা করিও,
গাহিয়া সাম্যের গান।
তাই ২৬ মার্চ গাহিয়াছিলাম আমি
অসাম্প্রদায়িক গান।
ঘোষণা দিয়েছিলাম স্বাধীন দেশের,
স্বাধীন মোদের নগর।
স্বাধীন মোরা সাধারণ মানুষ
স্বাধীন ভাবে বাঁচবো।
খেটে খাওয়া মানুষ নিয়ে
গড়িয়াছিলাম বাংলা।
আজ তারাই দেখি  লাঞ্ছিত, বঞ্চিত,
উদার খালি তাহার।
তাহাদের বেদনার সুর
এ সুর যে আর সইতে পারিনা।
বাজিবে কত দূর?

অরাজগতা দুর্নীতি আবার
ফিরিয়া কিভাবে এলো?
উন্নয়নে অগ্রসর হয়ে
দুর্নীতি কেন করো?
ধনী-গরীব জাতি ভেদাভেদ ভুলে,
একে অপরের হাত ধরো,
চির  অটুট করে রাখো।
গরিবের মুখে অন্ন তুলে
অগ্রে তুমি চলো।

৭১ কে স্মরণ রেখে
জাতি ভেদাভেদ ভুলো।
অগ্নিকাণ্ড বন্ধ করে
গৃহ নির্মাণ করো।
মন্দির,মসজিদ,গির্জা,প্যাগোডা
কিবা আসে যায়?
মনুষ্যত্ব সবার উপরে জানিবে নিশ্চয়।
অসম্প্রদায়িক রাষ্ট্রের আশে
গড়িয়া ছিলাম মুক্তিকামী।
তাই ১৬ ই ডিসেম্বর পেয়েছিলাম
অমর বাংলা আমি।
জন্ম আমার আজন্মের পাপ
করিবে না আমি জানি।
এই বিশ্বাসে বাধি বুক আমি
উন্নয়নের বাণী।

১৫ ই আগস্ট অমর করিয়াছো,
দুঃখ নাহি তাহায়।
এখন কেন ফিরিয়া চলিয়াছো ৭১ এর আশায়?
কান্ডারী তোমরা হইয়াছো  এখন
পাও কেন ভয় ভাই?
ঝড়ঝঞ্ঝা আসিবে শত
রুখিতে নারাজ নও?
সকল বাঁধা  উপেক্ষা করে
সামনে অগ্রসর হও।
নৌকায় তোমার হাজারো যাত্রী
ভুলিবে না নিশ্চয়ই।
নিজ স্বার্থ টুকু বিসর্জন করে,
ধরিও তোমরা হাল।
কিসের আশায়,
কিবা নেশায়,
ছাড়িয়া দিবে পাল?
ভুলিয়া গেলে জীবনখানি,
স্মরণ করিয়ো বাণী।
কথা দিলাম পাশেই থাকিবো,
অমর ১৭ আমি।

        
   তারিখঃ ১৭/০৩/২০২২
    সকাল ৭.৩০ মিনিট
          উত্তম মন্ডল
          মোবাইল নম্বরঃ ০১৭৫৬২৭৭৭৬৮